জিএমপি’র মহানগর গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ২।।

জিএমপি’র মহানগর গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ২।
ঘটনা ১ঃ
গত ০৭/০৯/২০২২ খ্রি: মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক খন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন বনমালা রোড, ডাক্তার বাড়ীর ৫ম তলায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১. অনিক জামান (২৫)কে ১,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, অনিক জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায়
১। নরসিংদী মডেল থানা থানার ,এফআইআর নং-৫৪/৫১০, তারিখ- ২৫ জুলাই, ২০১৯;
২। মনোহরদী থানার ,এফআইআর নং-১১/১১, তারিখ- ১৬ জানুয়ারি, ২০২০;
৩।চট্টগ্রাম এর লোহাগাড়া থানার ,এফআইআর নং-১৬/৫৯, তারিখ- ১১ ফেব্রুয়ারি, ২০২১; মোট ৩ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
ঘটনা ২ঃ
গত ০৭/০৯/২০২২ ইং মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক শামীম আল মামুনের নেতৃত্বে আরেকটি আভিযানিক দল কাশিমপুর থানাধীন জিতার মোড় নয়া পাড়া থেকে ১। মোঃ হেলাল প্রধান (৪০) কে ১ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৬৫০/- টাকাসহ গ্রেফতার করে।
প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।
মোট গ্রেফতারঃ২ জন
মোট উদ্ধারঃ১০০০পিস ইয়াবা,১ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৬৫০/- টাকা।
পুলিশ কমিশনার মহোদয়ের নিদের্শনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে। TOP NEWS 24..