top news 24

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) একটি জেটিতে জাহাজের ধাক্কায় অত্যাধুনিক হ্যান্ডলিং ইকুইপমেন্ট ‘কী গ্যান্ট্রি ক্রেন’ ভেঙে গেছে। ফলে ওই ক্রেন দিয়ে কনটেইনার হ্যান্ডলিং বন্ধ রয়েছে।

বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং কী গ্যান্ট্রি ক্রেনের ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য বন্দরের ডক মাস্টার ক্যাপ্টেন সুফিয়ানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় বহির্নোঙর থেকে ‘মাউন্ট ক্যামেরন’ নামে একটি জাহাজ এনসিটি-৫ জেটিতে আনার সময় এনসিটি-২ এর সামনে টার্ন নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। গ্যান্ট্রি ক্রেনটির দাম প্রায় ৫৭ কোটি টাকা।

জাহাজের ধাক্কায় বন্দরের এনসিটিতে ৮ নম্বর কি গ্যান্ট্রি ক্রেনটি সামনের অংশ ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। কতটা এবং কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানতে বন্দরের প্রকৌশলী টিম কাজ করছে।
এ ঘটনায় বন্দরের চেয়ারম্যান, মেম্বারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here