top news 24

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া এলাকায় কাভার্ড ভ্যানচাপায় আইয়ুব হোসেন (৫০) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত আইয়ুব হোসেনের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাতে বাইসাইকেলে চালিয়ে আলমডাঙ্গা শহর থেকে গ্রামের দিকে যাচ্ছিলেন আইয়ুব। এসময় নওয়াদাপাড়ায় এলে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here