top news 24

ভোলা প্রতিনিধি

আকস্মিক টনের্ডোর আঘাতে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে প্রায় ৫০টি বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ৩৫টি পরিবার এখন খোলা আকাশের নিচে। জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় আসলামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে টর্নোডো আঘাত করে।

এ সময় আসবাবপত্র ও দুইটি অটো রিক্সাসহ ৪৭টি বসতঘর ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে যায় এবং ২০টি বসতঘর আংশিক ভেঙে যায়। এছাড়াও বেতুয়া সড়কে গাছ ভেঙে সড়ক বন্ধ হয়ে গেলে স্থানীয়রা গাছ কেটে সড়ক পরিস্কার করে। তবে ঘর চাপা পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সামান্য আহত হলেও গুরতর আহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা টর্নেডোর আঘাতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারের পক্ষ থেকে তাদের পুর্নবাসন করা হবে বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here