top news 24
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন কালীবাড়ি মোড়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. রানা (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার তাকে আটকের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আাটক মো. রানা সনদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে।
সদরঘাট থানাধীন কালীবাড়ি মোড়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ রানা নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।