Top news 24

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে একটি মোটরসাইকেল।

সোমবার বিকেলে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পূর্বঘোষিত বিএনপির বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে দলটির চট্টগ্রাম মহানগর কেন্দ্রীয় কার্যালয় নাসিমন ভবনে সমাবেশের আয়োজন করে। সেখানেই দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনার পর বিএনপি কার্যালয়ে সাঁড়াশি অভিযানে চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, পূর্বপরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপি পুলিশের ওপর হামলা করেছে। বোমাবাজি করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার পর দলীয় কার্যালয় থেকে মহিলা দলনেত্রী মনিসহ ১৫ জনকে আটক করা হয়েছে। পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here