top news 24

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় ‘ইতা’র প্রভাবে ভারী বর্ষণে ভূমিধসে মধ্য আমেরিকার দেশ গুয়েতামালায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এর মধ্যে এক শহরেই অর্ধেক মানুষের প্রাণহানি হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট আলেজান্দো জিয়ামাত্তেই জানিয়েছেন। শহরটিতে পাহাড়ের একটি অংশ ধসে ২০টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আলেজান্দো বলেন, অর্ধেক দিনেই এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। ‘ইতা’ ঝড়টি হ্যারিকেনের শক্তি ধারণ করে মঙ্গলবার প্রতিবেশী নিকারাগুয়ার উপকূলে আঘাত হানে। পরে তা দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়।

ঘূর্ণিঝড়টি প্রথমে ২২৫ কিলোমিটার গতিতে নিকারাগুয়ার উপকূলে আঘাত হানে। এর প্রভাবে শুরু হয় মৌসুমী বৃষ্টি। তারপর শক্তি কমে প্রতিবেশী হন্ডুরাসে গিয়ে ঝড়টি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়। পরে আবার শক্তি বাড়িয়ে আঘাত হানে গুয়াতেমালায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতার আঘাতে মধ্য আমেরিকা অঞ্চলজুড়ে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here