top news 24
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর চৌরাস্তা, পূর্ব চান্দনা, বুড়ির মোর এলাকায় মোঃ লতিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া নজরুলের কাছে লতিফ মিয়ার বাড়ির ম্যানেজার মোঃ হাফিজুল ভাড়া চাইতে যায়। ভাড়া নিয়ে তর্কাতর্কী এবং হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে ম্যানেজার হাফিজুলের (৪০) পেটে লাথি মারে নজ্রুল। ঘটনাটি আজ (২৬ নভেম্বর) দুপুর আনুমানিক ৩ টার দিকে হয়।
অন্যান্য ভাড়াটিয়ার মাধ্যমে জানা যায়, লাথি মারার পর তিনি মেজেতে পরে ছটফট করতে থাকেন । তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত হাফিজুল মোঃ উকিল মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি শেরপুর জেলার কামারচর গ্রামে। অভিযুক্ত নজরুলের নামে থানায় মামলা করা হয়। অভিযুক্ত নজরুল এখনও পলাতক আছে। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।
এ ব্যাপারে বাসন থানার ওসি বলেন, মৃত হাফিজুলকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।