টপ নিউজ 24
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল ভাটিয়াপাড়া গ্রামে সোমবার বজ্রপাতে নূর মোহাম্মদ (৪০) ও লালচান (২০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
নূর মোহাম্মদ ভাটিয়াপাড়া গ্রামের ইনসাফ আলীর ছেলে এবং লালচান একই গ্রামের বাহার উদ্দিনের সন্তান।এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান জানান, সকাল ১০টার দিকে বাড়ির পাশে একটি জলাশয়ে নূর মোহাম্মদ ও লালচান পাটের আঁশ ছাড়াচ্ছিলেন। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে তারা উভয়েই আহত হয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে।