খুলনায় সাংবাদিকের উপর সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।।।।

খুলনায় সাংবাদিকের উপর সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
দৈনিক বাংলাদেশ সমাচার প্রত্রিকার সাংবাদিক মোঃ আলামিন খাঁন খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রও কমিটির নির্বাহী সদস্য আজ তথ্য সংগ্রহ করেত গিয়ে সাংবাদিক আলামিনের উপর সন্ত্রাসীরা আর্তকিত হামলা চালায়। বর্তমানে তিনি দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তিনি সহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।