Top news 24
অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সংবাদ সম্প্রসারন
সোমবার (৮ মার্চ), চেয়ারম্যান মাসুদ রানা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পরিদর্শক (ওসি) কাজী মো. দিদারুল আলম জানান, জেলার নবীনগর উপজেলার সাতমোড়া ইউপি চেয়ারম্যান মাসুদ রানা জোড়া খুন মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়,২০১৭ সালের ১ মার্চ নবীনগর উপজেলার জগন্নাথপুর গ্রামে খুন হন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক সদস্য ইয়াসিন মিয়া ও তার ভাই এনামুল হক। এ ঘটনায় এনামুল হকের স্ত্রী তসলিমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটির তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশনা দেন। সিআইডির তদন্ত কর্মকর্তা ইউপি চেয়ারম্যান মাসুদ রানাসহ ২৮ জনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২ অক্টোবর অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।