top news 24

অনলাইন ডেস্ক

ক্যালিফোর্নিয়ায় জঙ্গলে ভয়াবহ দাবানল। আর তার থেকেই আকাশের দিকে উঠছে আগুনের ঘূর্ণি। কয়েকদিন আগেই সেই ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব।

কী এই ফায়ার টর্নেডো:

যে অঞ্চলে প্রবল অগ্নিকাণ্ড হয়, তার মাথায় তৈঋই হয় এক বিশেষ ধরনের মেঘ। আর সেই মেঘ হয় মারাত্মক, সেখান থেকে কী হতে পারে, তা বোঝা মুশকিল।
আসলে আগুন থেকে যে বিপুল পরিমাণ তাপ নির্গত হয়, তা থেকেই তৈরি হয় এই মেঘ। আর তৈরি হয় প্রবল বেগের হাওয়া, যা ঘুরপাক খেতে খেতে এগোতে থাকে। আর সেই ঘূর্ণিঝড়ের প্রকোপে পড়তে পারে কয়েক’শ মিটার এলাকা। গাছপালাও উপড়ে যেতে পারে।

এর আগে ২০০৩ সালে ক্যানবেরার দাবানল থেকে তৈরি হয়েছিল এমন একটি ফায়ার টর্নেডো। জ্বলে গেছে ৫০০ বাড়ি, বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছিল সেই আগুনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here