Top news 24
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার বিকাল ৫ টা ১০ মিনিটে কোটচাঁদপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দনবন এক্সপ্রেস ট্রেনটি কোটচাঁদপুর স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের ২টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
এতে রেলে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। জানা গেছে, ঘটনার ৫ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও উদ্ধার কাজ শুরু হয়নি। কোটচাঁদপুর রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেনটি আসার পর উদ্ধার কাজ শুরু হবে। আশা করছেন আড়াই থেকে ৩ ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।