Top news 24

অনলাইন ডেস্ক

সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের কারাদণ্ড চার বছর থেকে বেড়ে ৭ বছর করেছেন র আদালত।

সোমবার (২৬ এপ্রিল) কুয়েতের একটি আপিল আদালত তার বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন। পাশাপাশি পাপুলের ১০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড বাড়িয়ে ২০ লাখ করা হয়েছে। দেশটির আরবি দৈনিক আল কাবাস ও আল নাহার এ খবর জানিয়েছে।

কুয়েতে পাপুলের বিরুদ্ধে দুটি মামলা হয়। একটি মামলা হয় ঘুষ লেনদেন ও মানব পাচারের অভিযোগে এবং অন্যটি করা হয় অর্থ পাচারের অভিযোগে। এর মধ্যে ঘুষ লেনদেনের দায়ে আগেই তার চার বছরের কারাদণ্ডাদেশ হয়। একই মামলায় এবার মানব পাচারের দায়ে আদালত ৩ বছর কারাদণ্ড ও ২০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড দিলেন। অন্যদিকে তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি এখনো বিচারাধীন।

একই মামলায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া কর্মকর্তাসহ তিনজনের শাস্তি বাড়িয়ে সাত বছর করা হয়েছে। তবে কুয়েতের বর্তমান সংসদ সদস্য সাদুন হামাদকে অব্যাহতি দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here