top news 24
মৌলভীবাজা্র প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুয়ার (কুপ) পানিতে ডুবে সনি দাস নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে আমরাইলছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। শিশুটি ওই চা বাগানের ধনু দাসের ছেলে।শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পিছনের কুয়ায় (কুপ) তাকে ভেসে থাকতে দেখা যায়। পরে কুয়া থেকে উপরে উঠিয়ে দেখা যায় শিশুটি মারা গেছে।