top news 24

কুরিগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ভিমরুলের কামড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম হযরত আলী (৪৮)। তিনি উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর জঙ্গলপাড়া গ্রামের মৃত ঢেপা শেখের ছেলে।

গতকাল শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হযরত আলী মারা যান।

এলাকাবাসী জানান, শনিবার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল যুবক ফুটবল খেলার সময় ফুটবল উড়ে গিয়ে ভিমরুলের বাসায় পড়ে। এতে ভিমরুলের বাসা ভেঙে যায়। এসময় পথচারী হযরত আলীকে ভীমরুলের দল এসে আকস্মিকভাবে আক্রমণ করে। ভিমরুলের কামড়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার সন্ধ্যায় মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here