top news 24

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মুকসুদ মিয়া (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বিষয়টি জানান।

আটক তিনজন হলেন- সেলিম মিয়া (৩০), তার বাবা হামদু মিয়া (৬৫) ও নাদিম মিয়ার ছেলে আতিক মিয়া (২২)।
এর আগে, শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিনগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুকসুদের মৃত্যু হয়। মুকসুদ কটিয়াদীর উত্তর বাট্টা গ্রামের মৃত সেতু মিয়ার ছেলে।

হামলার ঘটনায় নিহত মুকসুদের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি এখন হত্যা মামলা হিসাবে আমলে নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here