কিশোরগঞ্জে জেলা রেজিস্ট্রারকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে জেলা রেজিস্ট্রারকে প্রত্যাহারের
দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে দলিল লেখকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও জেলা রেজিস্ট্রারের প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা দলিল লেখক সমিতি রবিবার দুপুরে জেলা রেজিস্ট্রারের কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা সেই সময় অভিযোগ করেন, জেলা রেজিস্ট্রারের দুর্নীতির প্রতিবাদ করায় ৭ জুলাই জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই দলিল লেখকরা কলমবিরতি, সংবাদ সম্মেলনসহ আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে ।
গত ২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের কলমবিরতিও চালিয়ে যাচ্ছেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল হাসেম, ফারুক আহমেদ বাবু, উপদেষ্টা আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, মকবুল হোসেন, আব্দুল মোতালিব প্রমুখ।
আগামী এক সপ্তাহের মধ্যে মামলা প্রত্যাহার ও জেলা রেজিস্ট্রারকে প্রত্যাহার করা না হলে সারা জেলায় আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে বলে তারা ঘোষণা করেছেন।