
কুলিয়ারচর প্রতিনিধি
মাসিকুর রহমান
মোছাম্মদ স্মৃতি আক্তার (২০) জেলা কিশোরগঞ্জ থানা কুলিয়ারচর গ্রাম পূর্ব গাইল কাটা। ২৪/০৮/২০২০ ইংরেজি রোজ সোমবার আনুমানিক বিকাল ৫ ৩০ এ তার খালাম্মার বাড়ি কুলিয়ারচর থানা মাসকান্দি মোড় হইতে পায়ে হেঁটে হেঁটে তার নিজ বাড়ি যাওয়ার পথে একটি মোটরসাইকেল যার নাম্বার ঢাকা মেট্রো ল ৪৩-৭৯৩২ সুজুকি মোটরসাইকেল দিয়া দুইজন বখাটে ছেলে তার পিছন থেকে ওড়না ধরে টান ধরে রাখে এবং সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে যাই মোটর সাইকেলটি সামনে আরেকটি মোটর সাইকেলসহ ওই মেয়ের উপর পড়ে যায় ঘটনাস্থলে সে গুরুতর আহত হয় তার একটি পা ভেঙ্গে যায় সাথে সাথে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল হাসপাতাল নেওয়া হয়।বখাটে ছেলেদের নাম( ১)মোহাম্মদ শুভ মিয়া (২০)পিতা আলিমুদ্দিন। (২)মোহাম্মদ রকি মিয়া (১৯)পিতা এলাচ মিয়া গ্রাম পিরোজপুর থানা বাজিতপুর জেলা কিশোরগঞ্জ।
