কালিয়ায় পুলিশ সুপার সাদিরা খাতুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।।।।

কালিয়ায় পুলিশ সুপার সাদিরা খাতুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম।

“দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া থানা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার সাদিরা খাতুনের সাথে সুধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় কালিয়া থানার হলরুমে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলমের সঞ্চালনায় সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল প্রনাব কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগতা মোসাঃ সাদিরা খাতুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হিরা, কালিয়া উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষ, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউর হক( মিঠু) , সাধারন সম্পাদক শাহিদুল ইসলাম (শাহী) বিভাগীয় ক্রাইম রিপোর্টার মোঃ তরিকুল ইসলাম,শহীদ আব্দুর সালাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবু তপন কুমার দাস , বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।
নবাগত পুলিশ সুপার সাদিরা খাতুন তার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার স্থপতি , হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ বীর মুক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলে, আইন – শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক , ছিনতাই , চুরি , ডাকাতি , বাল্যবিবাহ প্রতিরোধ , কিশোরগ্যাংয়ের উৎপাত মুক্ত করতে সকল শ্রেণীর জন প্রতিনিধি ও শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন ।তিনি আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের এক সাথে মিলে মিশে কাজ করার সাথে সাথে পুলিশ সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃপ্ত অঙ্গিকার ব্যক্ত করেন ।
উক্ত মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার মহাদয়া থানা চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *