টপ নিউজ 24
অনলাইন ডেস্ক
কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মীরা।সন্ধ্যায় মিছিলটি রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
এর আগে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, লেখক ও সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতেই সুরক্ষার নাম দিয়ে ডিজিটাল নিরাপত্তার নামে কালো আইন করা হয়েছে।এসময় মুশতাকের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানান তারা। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দী সবাইকে মুক্তির দাবি জানানো হয়।একই দাবিতে সোমবার বেলা ১১টায় সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে বাম সংগঠনগুলো।