Top news 24

কামরাঙ্গীরচর প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচরে মাইক্রোবাসের ধাক্কায় রাহিম মিয়া (১০) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত রাহিম স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার (২৭ মে) সকাল পৌনে ৭টার দিকে কামরাঙ্গীরচর খালপাড় কবুতরহাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর নৌপুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ইউসুফ জানান, সকাল পৌনে ৭টার দিকে খালপাড় কবুতরহাটের সামনের সড়কে একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দেয়। পরে ওই মাইক্রোবাসচালকই শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here