Top news 24

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও সাহিত্যিক আবুল হায়াত করোনায় আক্রান্ত। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি।

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেতার মেয়ে নাতাশা হায়াত।

তিনি জানান, ৩১ মার্চ রাত থেকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বাবা আবুল হায়াত। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন।
ফেসবুক পোস্টে নাতাশা আরও লেখেন, ‘বাবার জন্য ‘এ’ পজিটিভ গ্রুপের প্লাজমা প্রয়োজন।

তিনি জানান, এ মুহূর্তে তার পরিবারের সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তাই কোনো কারণে তাকে বা পরিবারের সদস্যদের ফোন অথবা ম্যাসেঞ্জারে কোনো তথ্যের জন্য বিরক্ত না করতেও অনুরোধ জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here