top news 24

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসকে অবজ্ঞা করে নিজেই আক্রান্ত হলেন মার্কিন প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি বলেছেন, তিনি করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন এবং তার কাছে এটি হালকা ঠাণ্ডাজনিত সমস্যা বলেই অনুভূত হচ্ছে। খবর বিবিসির।

ইলন আরও জানান, ‘এর আগে মোট চারবার কভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন তিনি। এর মধ্যে দু’বার পজিটিভ ও দুবার নেগেটিভ ফলাফল এসেছে।’ উপহাসের সাথে বরাবরের মত এবারও তিনি ব্যাপারটিকে পাত্তা দেননি।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে তিনিও কোভিড-১৯ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লকডাইনসহ বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে কথা বলেছিলেন। বিশেষত, লকডাউনের মত পদ্ধতির বিরুদ্ধে তিনি বেশ সোচ্চার ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here