top news 24

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তার করোনার নমুনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। এরপর আজ সোমবার সন্ধ্যায় তাকে ওই হাসপাতালে ভর্তি হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কুর্মিটুলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিল আহমেদ। তিনি বলেছেন, নায়ক ফারুকের শারীরিক অবস্থা ভালো আছে। তার আরেও কিছু অসুস্থতা রয়েছে। তাই বাড়তি সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই তিনি ভর্তি হয়েছেন। তাকে কেবিনে রাখা হয়েছে।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ৪৬ দিন পর ২৯ অক্টোবর ঢাকায় ফিরেন ফারুক। এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here