top news 24
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে রাতে বনবিভাগের মাদারট্রি (গর্জন গাছ) কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে আতিকুর রহমান (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে একদল গাছ চোর ইউনিয়নের পূর্বডুমখালী এলাকায় বনবিভাগের মাদারট্রি গাছ কাটতে যায়। রাতে যে কোন এক সময় গাছের নিচে চাপা পড়ে মারা যায় আতিক। এসময় আহত হয় নুরুল ইসলাম (১৮) নামে অপর এক যুবক। নিহত আতিক ওই এলাকার ছাবের আহমদের ছেলে।
শনিবার ভোরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আতিককে মৃত ঘোষণা করেন। আহত নুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ১১টার দিকে খবর পেয়ে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আনা হয়। অভিযোগ না থাকায় পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।