Top news 24
অনলাইন ডেস্ক
করোনা মহামারির কারণে এবার এসএসসির টেস্ট পরীক্ষা হবে না এবং পরীক্ষার ফরম পূরণ শুরু হবে পহেলা এপ্রিল থেকে।
মানচিত্র
বিলম্ব ফি ছাড়া ৭ই এপ্রিল পর্যন্ত ফরমপূরণ করতে পারবেন পরীক্ষার্থীরা বলে জানান ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
এসময় চেয়ারম্যান বলেন, পরীক্ষা নেয়ার অগ্রিম প্রস্তুতি হিসেবে ফরম পূরণের কাজটি সেরে রাখা হচ্ছে । যে সময় দেয়া হয়েছে প্রয়োজনে সেটি আরও বাড়ানো হতে পারে । শিক্ষাবোর্ডের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখবে।
সরকার যখনই পরীক্ষা নিতে চাই তখন পরীক্ষা আয়োজন করা হবে। তিনি আরো বলেন যারা পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক তারা ফরম পূরণ করে সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে যখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে তখন ৬০ দিন ক্লাস করতে হবে।