top news 24

অনলাইন ডেস্ক

শাহরুখ খানের মতই আজকাল বেশ আলোচনায় থাকেন তার সন্তানেরা। তবে সুহানা ও আব্রামের থেকে তুলনামূলক ভাবে আরিয়ান অবশ্য কিছুটা অন্তরালেই থাকেন। শাহরুখ কন্যা সুহানা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ। তবে আরিয়ানকে সেভাবে সোশ্যালে দেখা যায় না। সম্প্রতি, গিটার বাজিয়ে আমেরিকান গায়ক চার্লি পুথের নজর কাড়লেন আরিয়ান খান।

আরিয়ানের বাজানো গিটারের একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে গিটার বাজিয়ে মার্কিন গায়ক চার্লি পুথের নজর কেড়েছেন আরিয়ান। ভিডিওতে সাদা টি-শার্টের উপর বটল গ্রিন ওপেন শার্টে দেখা যাচ্ছে আরিয়ানকে।

এর আগে ছেলে আরিয়ানের সম্পর্কে বলতে গিয়ে কিং খান বলেছিলেন, আরিয়ান অভিনেতা হতে চায় না। শাহরুখের কথায়, ও লম্বা, দেখতে সুন্দর তবে কোথাও গিয়ে ও নিজেকে বুঝতে পারে। ও অভিনয় করতে চায় না। তবে ও খুব ভালো লেখে। এদিকে, শাহরুখ খান বহুদিন পর পর্দায় ফিরতে চলেছেন। এই মুহূর্তে সিদ্ধার্থ আনন্দ-এর পাঠান ছবির শুটিং করছেন কিং খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here