Top news 24

অনলাইন ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি প্রথমে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে ২ কিলোমিটার গভীরে বলে জানিয়েছিল। পরে সেই তথ্য সংশোধন করে তারা জানায়, কম্পনের মাত্রা ছিলো ৬ এবং এর উৎপত্তিস্থলের গভীরতা অন্তত ১০ কিলোমিটার। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকালে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় নিয়াস দ্বীপে আঘাত হানে এই ভূমিকম্প।

ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পাডাংসিদেম্পুয়ান শহর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। প্রাথমিকভাবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর কারণে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here