আসছে জাতির জনক কে নিয়ে সঙ্গীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দির মিউজিক ভিডিও
আসছে জাতির জনককে নিয়ে সঙ্গীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দির মিউজিক ভিডিও
বার্তাঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী
১৫ই আগষ্ট জাতির জনককে নিয়ে গানের মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি।
মিউজিক ভিডিওর গানের গীতিকার ও সুরকার প্রয়াত অশোক সেনগুপ্ত সেন্টু। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের এই গান গুলি আশাকরি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।
একটি গানের কথা শ্রোতাদের জন্য নিবেদন করা হলো-
আমার মুজিব কেমনে মরে
কোটি কোটি দুঃখী মানুষ
নিত্য যাঁরে স্মরণ করে
সেকি মরতে পারে//
দেশমাতৃকার মুক্তির তর
সারাজীবন সংগ্রামে সে আত্মনিয়োগ করে
ওরে বাংগালী যে বীরের জাতি
বিশ্বে তাহা তুলে ধরে
সেকি মরতে পারে//
মাটির মায়ের দামাল ছেলে
বিশ্ব যারে আখ্যা দেয়
বংগবন্ধু বলে
ওরে স্বৈরাচারীর আতংক সে
অত্যাচারীর আতংক সে
অশ্রু ঝরায় দুঃখীর তরে সেকি মরতে পারে//
দূর্যোধন দুঃশাসন মিলে
সরলতার সুযোগ নিয়ে
মারল মুজিব রে
ওরে দেহ মুজিব মারলো জালিম
আসল মুজিব বেঁচে আছে
সবার অন্তরে//