top news 24
অনলাইন ডেস্ক
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাব-৪। গতকাল রবিবার আশুলিয়ার গাজীরচট ইউনিক বাসস্ট্যান্ড এলাকার দ্বীন ইসলাম প্লাজার ৫ম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মো. ফাহিম রহমান (২২), মো. রবিউল (২০), মো. সাব্বির হোসেন (২২), মো. সবুজ মিয়া (১৮), মো. সাব্বির (১৮), মো. হারুন মিয়া (১৯), মো. হিমেল মিয়া (১৮), সোনিয়া আক্তার (২১), মৌসুমী (২৪), ফারজানা আক্তার (১৮) ও রোকেয়া আক্তার (১৮)।
র্যাব জানায়, আশুলিয়ার ওই এলাকায় মীম ফোর্স গার্ড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত নিরীহ চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার টাকা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। তারা চাকরিপ্রার্থীদের ট্রেনিং দেওয়ার নাম করে আশুলিয়ার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে আটক করে মারধর করতো।
চাকরিপ্রার্থীদের তারা আরও চাকরি প্রার্থী সংগ্রহ করে আনতে বলতো। লোক সংগ্রহ করে না দিলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করতো।