Top news 24

অনলাইন ডেস্ক

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। এজন্য তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী হয়েছিল তা স্পষ্ট করে না জানানো হলেও, অত্যাধিক কাজের চাপে শরীর খারাপ হয়ে পড়েছিল আলিয়ার বলে জানা গেছে। 

দেরি না করে হাসপাতালে ভর্তি করার পর আপাতত তিনি ভাল আছেন। কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সে ব্যাপারে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিওয়ালি’ ছবির শুটিং করছেন আলিয়া। এর মধ্যে নতুন বছর উদযাপন করতে রণবীর কাপুরের সঙ্গে রণথম্ভোর যান তিনি। সঙ্গে ছিলেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং পরিবারের আরও কয়েক সদস্য। জল্পনা চলছিল গত ১ জানুয়ারি হয়তো রণবীর কাপুরের সঙ্গে আংটিবদল হবে অভিনেত্রীর। কিন্তু তা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here