top news 24

অনলাইন ডেস্ক

একের পর এক মৃত্যুর খবর মিলছে ভারতের বিনোদন অঙ্গনে। বলিউড তারকা সুশান্তের অপমৃত্যুর ধাক্কায় তোলপাড় দেশটির বিনোদন জগৎ। আত্মহত্যার এই নির্মম তালিকায় এবার যুক্ত হলেন ভারতের তেলেগুর টিভি অভিনেত্রী শ্রাবণী কোন্দপল্লি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বুধবার হায়দরাবাদের নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬।

প্রতিবেদনে বলা হয়েছে, গোসল করার অজুহাতে শ্রাবণী তার রুমে প্রবেশ করেন। কিন্তু এক ঘণ্টা সময় পার হলেও তিনি রুম থেকে বের হচ্ছিলেন না। তখন পরিবারের লোকজনের সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে ঢুকে তার লাশ দেখতে পান। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। কিন্তু মৃত্যুর কোনো কারণ এবং কোনো সুইসাইড নোট খুঁজে পায়নি পুলিশ।
অবশ্য অভিনেত্রীর আত্মহত্যার জন্য তার সাবেক প্রেমিক ও অভিনেতা দেবারাজুকে দায়ীকে করেছেন শ্রাবণীর পরিবার।

পুলিশ সূত্রে জানা গেছে, গত জুনে অভিনেত্রীকে হেনস্থা করার অভিযোগে দেবারাজুকে গ্রেফতার করা হয়েছিল। ওই অভিনেতা শ্রাবণীকে জোরপূর্বক বিয়ে করতে চেয়েছিলেন। এখন পরিবারের অভিযোগ, দেবারাজুর হেনস্থার জন্যই নিজের জীবন শেষ করে দিয়েছেন শ্রাবণী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here