Top news 24

অনলাইন ডেস্ক

ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতি শহরের একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হওয়ায় আইসিইউতে থাকা ১১ করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই হাসপাতালের কর্মীরা রোগীদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন।

এনডিটিভি জানায়, সোমবার (১০ মে) রুইয়া নামের ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজনদের অভিযোগ প্রায় ৪৫ মিনিট ধরে অক্সিজেন সংকট হয়। তবে চিতোর জেলা কালেক্টর এম হরি নারায়ণের দাবি, অক্সিজেন সিলিন্ডার দিতে ৫ মিনিট সময় লেগেছে। তবে অক্সিজেনের প্রেসার কমে গিয়ে এ পরিস্থিতি হয়েছে।

হরি নারায়ণ আরও বলেন, পাঁচ মিনিটের মধ্যে অক্সিজেন সরবরাহ ঠিক করা হয়। এখন সবকিছু স্বাভাবিক আছে। আমরা অতিরিক্ত সিলিন্ডার মজুত করেছি আর ভয় পাওয়ার কোনও কারণ নেই। চিকিৎসাকর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।তিনি জানান, ওই হাসপাতালে প্রায় এক হাজার করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে প্রায় সাতশ’ রোগীই আইসিইউতে চিকিৎসাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here